ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে এলিমেন্টারি কোর্সে বাংলা ভাষা শিখছেন জাপানি ছাত্রী মিয়াকো। বাংলা ভাষা শিখতে এসে বাংলাদেশিদের মতো জীবনযাপনে অভ্যস্ত হচ্ছেন তিনি।
গতকাল এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ প্রতিদিনকে নিজের অভিজ্ঞতা জানান জাপানি ছাত্রী। মিয়াকো বলেন, একটি দেশকে জানার জন্য, দেশের মানুষকে বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে দেশের ভাষা শেখা। আবার ভাষা শেখার জন্য সেখানকার মানুষদের জীবনযাত্রা বোঝা প্রয়োজন। বাংলাদেশে আসার পর আমার জন্য এখানকার মানুষের দৈনন্দিন জীবনযাপন, এখানকার পরিবেশ বোঝা একটু কঠিন ছিল। তবে ধীরে ধীরে আমি অভ্যস্ত হয়ে পড়ছি। তিনি বলেন, বাংলাদেশের জীবনযাপন জাপানের চেয়ে অনেক ভিন্ন। জাপানে সবকিছু অনেক নিয়মের মধ্যে বাঁধা থাকে। যেমন- কেউ রাস্তায় ট্রাফিক রুলস না মানলে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়। যার কারণে সবকিছু অনেক নিয়মের মধ্যে থাকে। বাংলাদেশের ট্রাফিকের নিয়ম একটু ভিন্ন। এখানে খুব বেশি কড়াকড়ি না থাকলেও গাড়িচালক ও পথচারীরা সাবধানতার সঙ্গে চলাচল করে। যখন আমি বাংলাদেশে আসি, তখন গাড়ি এবং বাস চলাচলের সময় রাস্তা পার হতে আমার খুব কষ্ট হতো। এখন আমি বাংলাদেশের মানুষের সঙ্গে রাস্তা পার হতে পারি। আমি যখন অভ্যস্ত হয়ে গেলাম তখন আমি লক্ষ্য করলাম যে, গাড়ি এবং মানুষ উভয়ই সাবধানতা অবলম্বন করছে। ঠিক এভাবেই অন্যান্য ক্ষেত্রেও।
বাংলা ভাষা শেখার সুবাদে বাংলাদেশ নিয়ে জানার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, আমি বাংলা ভাষা শিখতে চেয়েছি। কারণ এদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বোঝার জন্য ভাষার দক্ষতা প্রয়োজন। আমি চেষ্টা করছি এ দেশের ইতিহাস সম্পর্কে জানার। আমার বাংলা সাহিত্য অনেক ভালো লাগে। তাই আমার স্বপ্ন একদিন বাংলা ভাষায় বাংলা সাহিত্য পড়তে পারব। এ ছাড়াও আমার অনেক ঘুরে বেড়ানোর শখ। এখানকার দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখতে চাই। আমি আশা করছি জাপানে গিয়ে বন্ধুদের অনেক অভিজ্ঞতা জানাতে পারব।