তিস্তার পানি বণ্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে কর্মসূচি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেন, গাইবান্ধায় এ অবস্থান কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়নে সামগ্রিক কার্যক্রম এগিয়ে চলেছে। তিস্তা তীরবর্তী মানুষকে কর্মসূচিকে সম্পৃক্ত করতে দলীয়ভাবে জোর দেওয়া হয়েছে। দলমতনির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য দলীয় ব্যানারে আয়োজন না করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ এর ব্যানারে কর্মসূচি দেওয়া হয়েছে। তিস্তা নদীবর্তী এলাকার বাসিন্দারা বরাবরই অভিযোগ করে আসছেন, নদীটির অন্তত ১১৫ কিলোমিটার এলাকার প্রায় কোথাও পানি নেই। প্রতি বছর বর্ষায় নদীটির ক্ষতি হয় ১ লাখ কোটি টাকার ওপর। সম্প্রতি রংপুরে স্থানীয়ভাবে প্রতিবাদ কর্মসূচিতেও এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা মনে করেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে নিচ্ছে। শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়। তবে কর্মসূচি দলীয়ভাবে না করে নতুন ব্যানারে করার মধ্য দিয়ে বিএনপি কী বার্তা দিতে চায়, সেটিও উঠে আসবে এই কর্মসূচিতে। এর আগে ২০১৪ সালের ২২ এপ্রিল তিস্তা ইস্যুতে ঢাকা থেকে লংমার্চ করেছিল বিএনপি। নীলফামারীর ডালিয়া ব্যারেজ অভিমুখে লংমার্চ যাত্রা শুরু করে ডালিয়ায় তিস্তা ব্যারাজের কাছে সমাবেশের মধ্য দিয়ে দুই দিনের কর্মসূচি শেষ হয়েছিল।