সব রাজনৈতিক দল চাইলে এ বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ১৫ ফেব্রুয়ারি ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব বিষয় তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন। নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘প্রফেসর ইউনূস আগেই দুটো ডেট দিয়েছিলেন- একটা চলতি বছরের ডিসেম্বর এবং আরেকটি আগামী বছরের জুনে। এখন যদি সব পার্টি মিলে বলে যে, ডিসেম্বরেই (নির্বাচন) চাই, সে ক্ষেত্রে তিনি তো বলেছেন..।
শফিকুল আলম বলেন, ‘এমন না যে তিনি একটা জায়গায় স্থির হয়ে আছেন যে আমি জুনেই (নির্বাচন) করব। এমন তো তিনি বলেননি। এটা হলো, রাজনৈতিক দলগুলোর কী প্রত্যাশা, তারা কী চায় তার ওপর নির্ভর করবে।’ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘তাদের মূল বক্তব্য ছিল, কিছু পরিস্থিতি সৃষ্টি হয়েছে- সে আলোকে দেশে শান্তি ও স্থিতিশীলতার প্রতি জোর দিয়েছেন তারা। বিগত সরকারের অন্যায় অত্যাচারের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচারকাজ দ্রুত করার তাগিদ দিয়েছেন। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ১ লাখ ২৫ হাজার মামলা রয়েছে, যেগুলো হয়রানির উদ্দেশ্যে এবং গায়েবি মামলা বলে উল্লেখ করেছেন- সেগুলো প্রত্যাহারের কথা বলেছেন তারা।’ প্রেস সচিব জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে মানবাধিকারের কোনো ধরনের লঙ্ঘন যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন বিএনপি নেতারা। প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন হতে দেওয়া হবে না। যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে, যারা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত- তাদেরই অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা হচ্ছে।’