বিএনপির সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদ করে আগামী মে-জুন মাসের মধ্যেই নির্বাচনের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নেওয়া হবে। আর আইন অনুসারে নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি।
দীর্ঘ ছয় বছর পর গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান বিএনপি নেতারা। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন তারা। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ অংশ নেন।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান।
রাজনৈতিক পটপরিবর্তনের পর গত নভেম্বরে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। নতুন ইসি দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল বিএনপির সঙ্গে প্রথম বৈঠক।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ভোটার তালিকা হালনাগাদ করে আগামী মে-জুন মাসের মধ্যেই নির্বাচনের জন্য ইসি পরিপূর্ণভাবে প্রস্তুত হবে। সাংবাদিকদের তিনি বলেন, ইসি এই মুহূর্তে কী করছে, জাতীয় নির্বাচনের বিষয়ে প্রস্তুতি কী, এ বিষয়গুলো নিয়েই কমিশনের সঙ্গে তারা মতবিনিময় করেছেন। সবকিছু আলোচনার পর তাদের কথায় আমাদের কাছে মনে হয়েছে যে, আগামী মে মাস-জুন মাসের মধ্যে তারা (ইসি) পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নাই।
দেশের প্রচলিত সংবিধান ও আইন অনুযায়ী সরকার পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বিষয়টি উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, এখন আর ওই আইনে দেশ চলছে না। এই মুহূর্তে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ আসতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করবেন। তবে এতটুকু বুঝতে পেরেছি যে, যদি মে-জুন মাসের মধ্যে পূর্ণ প্রস্তুতি থাকে তাহলে প্রাসঙ্গিক আর কোনো সমস্যা থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ করতেই আমরা এখানে এসেছিলাম। কমিশনের জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কাজ-কর্মের বিষয়াদি সম্পর্কে আমরা অবহিত হয়েছি।
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক : দেশের চলমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান তুলে ধরতে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় তারা আগামী জাতীয় নির্বাচন, সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ, ভোট গ্রহণের সময়, প্রশাসন, আইনশৃঙ্খলাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এসব বিষয়ে বিএনপির পক্ষ থেকে দলের পরিষ্কার অবস্থান সরকারের কাছে তুলে ধরা হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত শুক্রবার দলটির স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।
শায়রুল কবির জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই সেখানে আলোচনা হতে পারে। বিশেষ করে দেশ ও সরকারের বিরুদ্ধে অব্যাহত দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের পক্ষে পরামর্শ দেবে বিএনপি। প্রতিনিধি দলের সদস্যদের নাম আগাম ঘোষণা করা না হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র সফর শেষে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন।
অন্য একটি সূত্র জানায়, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর কাছে নির্বাচনের একটি রোডম্যাপ তুলে ধরবে বিএনপি। এতে জাতীয় নির্বাচনের জন্য আগামী মে ও জুন মাসে পরিপূর্ণ প্রস্তুতি সম্পন্ন করার পর আগস্ট মাসের প্রথম সপ্তাহে (৫ আগস্ট) নির্বাচনের ভোট গ্রহণের আয়োজনের কথা বলা হতে পারে। এ ছাড়া নির্বাচনের আগে নতুন ভোটার তালিকা প্রণয়নের বিষয়টিও আলোচনায় স্থান পাবে।