বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হাসিনার ফাঁদে পা দেওয়া যাবে না। দেশে সাম্প্রতিক বিশৃঙ্খলার জন্য সম্পূর্ণরূপে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী।’ গতকাল বিকালে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে রাজধানীর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ফখরুল জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে যৌথ বাহিনীর চালানো ‘অপারেশন ডেভিল হান্ট’কে স্বাগত জানিয়েছে বিএনপি। এজন্য তিনি সরকারকে ধন্যবাদও জানান।
বিএনপি মহাসচিব বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শেখ হাসিনা দায়ী। তাঁর পাতা ফাঁদে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আজকে তাঁর জন্য দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। অস্থিরতার সৃষ্টি হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে যে বিজয় অর্জিত হয়েছে তার সফলতা ধরে রাখতে আজকে আমাদের অত্যন্ত সাবধানের সঙ্গে পা ফেলতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো আছেন। তাঁর ট্রিটমেন্ট চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশগ্রহণের মধ্য দিয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভালো অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।
‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশগ্রহণ শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন মির্জা ফখরুল। সাংবাদিকদের সঙ্গে তিনি সাম্প্রতিক আরও বিষয়েও কথা বলেন। এর আগে ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।