প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডি অনুষ্ঠানটির আয়োজন করে।
এ এম এম নাসির উদ্দীন বলেন, অতীতের নির্বাচন কমিশনগুলো নানা বিতর্কে অভিযুক্ত হয়েছে। এর প্রধান কারণ রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে (ইসি) সঁপে দেওয়া বন্ধ করতে হবে। রাজনীতিবিদদের প্রভাব থেকে যদি ইসিকে রক্ষা না করা যায়, তবে আবার সেই পুরনো বিতর্কের সৃষ্টি হবে।
তিনি বলেন, শুধু নির্বাচন কমিশন নয়; রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানই রাজনীতির প্রভাবে নষ্ট হয়ে গেছে। কোন প্রতিষ্ঠানটি নষ্ট হয়নি? যেখানেই যাবেন দেখবেন রাজনৈতিক প্রভাবে ওই প্রতিষ্ঠানটিকে নষ্ট করে ফেলেছে। আমাদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সাংবাদিকরাও নির্বাচন কমিশনের অবিচ্ছেদ্য অংশ। নির্বাচন কমিশনের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হলো মিডিয়া। আমরা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অংশীদার মনে করি।
তিনি নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের মধ্যে সেরা প্রতিবেদনের জন্য তিন সাংবাদিককে ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ পুরস্কার তুলে দেন। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক ইত্তেফাকের সাইদুর রহমান, টিভি মিডিয়া ক্যাটাগরিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাহমুদুল হাসান পারভেজ এবং অনলাইন ক্যাটাগরিতে বিডি২৪ লাইভ ডটকমের মেহেদী হাসান হাসিব পুরস্কার পেয়েছেন।
আরএফইডির সভাপতি ইকরামুল হক সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরএফইডি সাধারণ নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক শেখ নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার ও দৈনিক কালের কণ্ঠের সিটি এডিটর কাজী হাফিজ এবং আরএফইডির সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাচনবিষয়ক সম্পাদক সাইদুর রহমানসহ অন্যরা।