নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের ছয় মাস পার হয়ে যাওয়ার পর দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার একটা কঠিন সময়ে এসে পড়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার ফোরামের ‘নির্বাচন সংস্কার বিশ্লেষণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে এরশাদ সরকারের সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, আমিরুল করিম প্রমুখ বক্তব্য দেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ নিয়ে যে উত্তেজনা বিরাজ করছে, তা প্রশমনের প্রচেষ্টা অন্তর্বর্তী সরকারকে করতে হবে। কেউ যদি উসকানি দেয়, আর আপনিও উসকান, এটা যদি প্রতি তিন মাস পরপর ঘটতে থাকে, তাহলে আগামী তিন বছরেও তো ভোট করতে পারবেন না। ভোট করতে একটা পরিবেশ লাগবে। লড়াই করে, রক্ত দিয়ে যে বিজয় আমরা অর্জন করেছি, তা রক্ষা করতে হবে।’