আরও বিভিন্ন স্থানে ভাঙচুরের খবর পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
রাজশাহী : রাজশাহীর বাঘায় এক আওয়ামী লীগের নেতার বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। হামলাকারীরা বাড়ির এসিসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার উপজেলার কিশোরপুর গ্রামের হাজামপাড়ায় এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আওয়ামী লীগ কার্যালায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়টি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয়। একই সঙ্গে উপজেলা চত্বর থেকে শুরু করে বেশ কয়েকটি স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতিও ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে হাতুড়ি ও রড নিয়ে উপজেলা কার্যালয়ে হামলা চালানো হয়। এরপর ভাঙা শুরু হয়। একপর্যায়ে ভেকু মেশিন নিয়ে এক তলা ছাদ বিশিষ্ট এবং চারদিকে ওয়াল টিনশেড রুমগুলো গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।
পাবনা : পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। শুক্রবার বিকালে কার্যালয় ভাঙচুরের পর রাতেই সেখানে একটি মাদরাসার ছাত্রাবাসের সাইনবোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধরা মিলে এ ভাঙচুর চালিয়েছেন।
বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীর প্রাণ কেন্দ্র চৌরাস্তায় অবস্থিত ‘বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভ’ পুলিশের বাধা উপেক্ষা করে এস্কেভেটর দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধরা। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। গতকাল সকাল ৯টার দিকে পৌরসভার প্রাণ কেন্দ্র চৌরাস্তায় অবস্থিত স্বাধীনতা চত্বরে অবস্থিত নৌকায় বসা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সংবলিত স্মৃতি স্তম্ভটি হাতুড়ি-শাবল ও একটি এস্কেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়।