বাংলা ভাষা শেখার পর নিজেকে বাংলাদেশিদের একজন মনে করেন জাপানি নারী শিক্ষার্থী হাসেগাওয়া। তিনি ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষার ওপর একটি শর্ট কোর্সে পড়াশোনা শেষে বর্তমানে জাপানে অবস্থান করছেন।
গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে নিজের বাংলা শেখার অভিজ্ঞতা জানান তিনি। হাসেগাওয়া বলেন, বাংলা ভাষা আমার জন্য সহজ, আবার কঠিনও। লেখা আর বলার জন্য সহজ, কিন্তু শুনে বুঝতে পারা আমার জন্য কঠিন। ভালোভাবে বাংলা আয়ত্তে আনার জন্য আমার আরও পরিশ্রম, চর্চা করতে হবে। আমি বাংলাদেশ আর বাংলা ভাষাকে এতটাই ভালোবাসি যার জন্য মনে হয় আমি অর্ধেক জাপানি আর অর্ধেক বাংলাদেশি। আমি চাই এই সুন্দর ভাষা এবং এ দেশের সংস্কৃতি আরও ছড়িয়ে যাক। অন্য দেশের মানুষেরাও জানুক এই ভাষার মাধুর্য সম্পর্কে। আমি আমার পরিবারের সদস্য, বন্ধুদেরও মাঝে মাঝে শেখানোর চেষ্টা করি। তারা না বুঝলেও তাদের মাঝে আগ্রহ তৈরি হয়। আমি আশাকরি আরও অনেকেই আমার মতো বাংলাদেশে যাবে এবং শিখবে। বাংলাদেশে কাটানো দিনগুলোর অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ খুব সুন্দর দেশ। দেশটি খুব ছোট। কিন্তু আমি মনে করি দেশটি অনেক সাজানো গোছানো আর সবুজ। আমি খুব কম দিনই বাংলাদেশে থাকতে পেরেছি। কিন্তু ভালো অভিজ্ঞতা ছিল। এখনো আবার যেতে ইচ্ছে করে। আমার সেখানে অনেক বন্ধু হয়েছিল, এখনো তাদের সঙ্গে কথা হয়। তাদের সঙ্গে যখন কথা হয়, মনে হয় তারা দূরে নয় আমার কাছেই আছে। বাংলাদেশের মানুষগুলোই বাংলাদেশের সম্পদের মতো। তারা অনেক বন্ধুবৎসল। বাংলাদেশ আর বাংলাদেশের মানুষের জন্য অনেক শুভকামনা।