রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। আজ (শুক্রবার) তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
ডিবি সূত্রে জানা গেছে, শাওন রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। সর্বশেষ গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে স্বৈরশাসক শেখ হাসিনার লাইভ বক্তব্যে অংশগ্রহণ করেন তিনি।
জানা গেছে, শাওন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে সবর ছিলেন। সর্বশেষ ফেসবুকে স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাচ্চারা... এত্ত ভয় পেয়েছো?