প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই চার্টার বাস্তবায়নের ওপর নির্ভর করবে আগামী জাতীয় নির্বাচন এ বছরের ডিসেম্বরের মধ্যে হবে, নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে। আর জুলাই চার্টার তৈরি হবে সংস্কার কমিশনগুলোর সুপারিশের ওপর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে।
গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহাকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন। শফিকুল আলম বলেন, ছয়টা গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে সুপারিশসহ প্রতিবেদন দিয়েছে। সুপারিশগুলোর ব্যাপারে অন্তর্বর্তী সরকার একটা ঐকমত্য কমিশন করেছে। প্রধান উপদেষ্টা নিজে সেই কমিশনের প্রধান। ঐকমত্য কমিশন প্রতিবেদনগুলো নিয়ে দেশের রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলবে। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে কতটুকু সংস্কার কখন করতে হবে। সবার ঐকমত্যে যেটা ঠিক হবে সেটাতে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে। সেটাই হবে জুলাই চার্টার। জুলাই চার্টারের বাস্তবায়ন এ সরকার কিছুটা করবে, পরবর্তী সরকার এসে কিছু করবে। এটা বাস্তবায়নের ওপর নির্ভর করবে নির্বাচন কখন হবে।