জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে উপসচিব পদে প্রশাসন ক্যাডার বাইরে অন্য ক্যাডারের কোটা ২৫ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে সুপারিশ চূড়ান্ত- এমন খবর গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন প্রশাসন ক্যাডারের তরুণ কর্মকর্তারা।
৩০তম থেকে ৪১তম ব্যাচের বিভিন্ন কর্মকর্তারা গত রবিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে জড়ো হয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে দেখা করেও নিজেদের হতাশা ও বাস্তবতার কথা বলেছেন।
এখন উপসচিব হননি এমন নবীন কর্মকর্তারা বলছেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত উপসচিব পদে মূলত প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাই কাজ করে থাকেন। এ বিষয়ে করা রিট মামলায় উচ্চ আদালতে আইনি লড়াই শেষে আপিল বিভাগ ২৪ মে ২০১০ সালে চূড়ান্ত আদেশে উপসচিব পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে ৭৫ শতাংশ নিয়োগ প্রদান বৈধ ঘোষণা করেন।
প্রশাসনের নবীন কর্মকর্তাদের দাবি, আদালতের রায় উপেক্ষা করে এ ধরনের সুপারিশের প্রস্তাব একদিকে আদালত অবমাননার শামিল, অন্যদিকে রাষ্ট্রব্যবস্থাকে দুর্বল করে দেবে। পাশাপাশি এই সুপারিশ নবীন কর্মকর্তাদের জন্য বৈষম্যমূলক। এই সুপারিশ বাস্তবায়ন হলে প্রশাসনে শৃঙ্খলা ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেন তারা।