শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে কুকুরের তাড়া খেয়ে ক্ষোভে নিজের খাসকামরায় ডেকে হাত বেঁধে এক ভ্যানচালককে মারপিটের অভিযোগ উঠেছে রাজবাড়ী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের বিরুদ্ধে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালকের নাম আফজাল খাঁ (৩০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামের মৃত আনছেন খাঁর ছেলে। এ ঘটনায় ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভ্যানচালককে নির্যাতনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সুমন হোসেন বলেন, ‘শনিবার বিকালে আফজাল খাঁ আমার এখানে আসেন। আমি কুকুরের ব্যাপারে তাকে জিজ্ঞেস করি। তাকে পরামর্শ দিই কুকুর কাউকে কামড়ালে নিয়মিত মামলা হতে পারে। তবে আমার বিরুদ্ধে মারপিটের যে অভিযোগ আনা হয়েছে, সেটি মিথ্যা।’
আফজাল খাঁ থানায় করা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন- ম্যাজিস্ট্রেট সুমন হোসেন ৩০ জানুয়ারি রাজবাড়ী সদর উপজেলা চন্দনী এলাকায় শ্বশুরবাড়ি বেড়াতে যান। পরিবার নিয়ে ঘোরাফেরার সময় বেওয়ারিশ কুকুর তাকে ধাওয়া করে। পরবর্তী সময়ে ম্যাজিস্ট্রেট বেওয়ারিশ কুকুরের মালিক বলে আফজালকে সন্দেহ করেন।
পরে তিনি রাজবাড়ী সদর থানা-পুলিশের মাধ্যমে তাকে সেরেস্তায় ডেকে পাঠান। ১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে আফজাল ও তার ভাই সাহেব আলী খানকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে তৃতীয় তলায় কুকুরের বিষয়ে জিজ্ঞেস করেন। এরপর অকথ্য ভাষায় গালিগালাজসহ পিঠমোড়া করে বেঁধে কাঠের রুল দিয়ে নির্যাতন করেন। নির্যাতনে আহত ভ্যানচালক আফজাল খাঁকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।