শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ শিরোনামে অনুষ্ঠানে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন উপমহাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন। পরে তাৎক্ষণিক তাঁকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সর্বশেষ গতকাল সকালে ফের অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। সাবিনা ইয়াসমিনের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র শনিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি মুঠোফোনে জানায়, শুক্রবার একটি অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন অসুস্থ হয়ে পড়েন। যদিও এ নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়িয়েছেন। সত্যি হচ্ছে তিনি অসুস্থ ছিলেন আর তিনি স্ট্রেস নিতে পারেননি, তাই মঞ্চেই পড়ে যান। পরে আয়োজকরাই হাসপাতালে নিয়ে যান। অবস্থা স্বাভাবিক হলে বাসায় ফিরে আসেন। কিন্তু আজ সকালে হঠাৎ অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তাঁর স্বজনরা তাঁকে ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার চিকিৎসকরা তাঁকে ইনসেটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শোতে পারফর্ম করেন সাবিনা ইয়াসমিন। এর পর আর তাঁকে মঞ্চের গানে পাওয়া যায়নি। ওই সময়টাতেও চিকিৎসাধীন ছিলেন সাবিনা ইয়াসমিন।