কুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে তৌহিদুর রহমান নমে এক যুবদল নেতার লাশ পেয়েছে পরিবার। গতকাল দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যুর খবর পায় তারা। তবে কখন তার মৃত্যু হয়েছে সে তথ্য জানা যায়নি। এসব তথ্য জানিয়েছেন ওই যুবদল নেতার ভাই আবুল কালাম। তৌহিদুর রহমান আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের পাঁচথুবী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
আবুল কালাম জানান, আমার ভাই ৪ দিন আগে মারা গেছে। আমরা শোকে আচ্ছন্ন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর ৩টি গাড়ি ও একটি লাল রঙের গাড়ি আমাদের বাড়িতে আসে। এসে তৌহিদুল ইসলামের কাছে অস্ত্র আছে এমন অভিযোগে তাকে ধরে নিয়ে যায়। আমার ভাই কখনই অস্ত্র আনতে পারে না। তার সম্পর্কে আমাদের পুরো এলাকা খুব ভালো করে জানে। আমরা বারবার বলার পরেও তারা নিয়ে যায় ভাইকে। বেলা সাড়ে ১২টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ আমাদের জানায়, তাকে গোমতী পাড়ের গোমতী বিলাশ নামক স্থান থেকে তারা উদ্ধার করেছে। সে নাকি হাসপাতালে আছে। আমরা কুমিল্লা মেডিকেল গিয়ে দেখি তার লাশ। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে কখন তার মৃত্যু হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্ত শেষে আমরা বিস্তারিত জানাব।