দাবি মানার পর রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন এবং সারা দেশে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে। এদিকে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আনলিমিটেড মাইলেজ সুবিধা বহাল রেখে সংশোধনী দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে কিছুটা দাবি পূরণ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন।
গতকাল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে রেলপথ সচিবের কাছে একটি সংশোধনী চিঠিতে আনলিমিটেড মাইলেজ সুবিধা বহাল রাখার কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, ২০২২ সালের ২১ আগস্ট ৯১ নম্বর স্মারকে জারি করা পত্রের (ক) অনুচ্ছেদটি এবং অর্থ বিভাগের গত ২৩ জানুয়ারিতে ২৭ নম্বর স্মারকে জারি করা পত্রটির রানিং অ্যালাউন্স প্রাপ্যতার বিষয়টি সংশোধন করা হলো। সংশোধনটি হচ্ছে, রানিং স্টাফ হিসেবে চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতার পরিবর্তে রেলওয়ের এস্টাবিলিশমেন্ট কোডের বিধান অনুযায়ী রানিং অ্যালাউন্স প্রাপ্য হবেন। চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের জন্য রানিং অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা প্রাপ্য হবেন না।
বর্তমান সংশোধনীতে দাবি পূরণ হয়েছে কি না- এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, আমাদের দাবির কিছুটা পূরণ হয়েছে। আনলিমিটেড মাইলেজ সুবিধা দিয়েছে। কিন্তু ৭৫ শতাংশ আনুতোষিক সুবিধাটা দেয়নি।
এদিকে প্রায় ৩০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় লন্ডভন্ড হয়েছে ট্রেনের শিডিউল। ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে প্রায় সবগুলো ট্রেনই বিলম্বে ছেড়ে গেছে। গতকাল সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল সাড়ে ৬টায় রাজশাহীর উদ্দেশে কমলাপুর স্টেশন ছেড়ে যায় ধুমকেতু এক্সপ্রেস। এর পর থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে ছেড়ে যায় আরও ১২টি ট্রেন। তবে সবগুলো ট্রেনই ৩০ মিনিট থেকে এক ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। সবচেয়ে বিলম্বে ছেড়ে যায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস। ট্রেনটি প্রায় সাড়ে ৪ ঘণ্টা দেরিতে প্ল্যাটফর্ম ছাড়ে। ট্রেনের শিডিউল লন্ডভন্ড হওয়ায় চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা।
গতকাল সকালে কমলাপুর স্ট্রেশনে আসা একাধিক যাত্রী জানান, গতকাল সকালে সময় মত ট্রেন না ছাড়ায় ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। পারাবত এক্সপ্রেস সকাল সাড়ে ৬টায় সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি প্রায় সাড়ে ৪ ঘণ্টা বিলম্বে সকাল ১১টায় ছেড়ে যায়। এ ছাড়া বাকি ১২টি ট্রেনের কিছু আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা বিলম্বে প্ল্যাটফর্ম ত্যাগ করে।