মাদরাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল সচিবালয়ে বৈঠক শেষে বিকালে শাহবাগে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এস এম মাসুদুল হক। অন্যদিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের পক্ষ থেকে বলা হয়েছে, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে আগামী জুনের মধ্যে জাতীয়করণের বিষয়টি বাস্তবায়ন না হলে আমরা ১ জুলাই থেকে আবার রাজপথে নেমে আন্দোলন করব। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এস এম মাসুদুল হক জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করা হবে। ইবতেদায়ি মাদরাসায় আলাদা শিক্ষক নিয়োগ দিয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি চালু করা হবে বলেও জানান যুগ্মসচিব।
আন্দোলনকারী ইবতেদায়ি শিক্ষকরা জানান, ১৯৮৪ সালে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ৫০০ টাকা সরকারি অনুদান দেওয়া হয়। ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও ১ হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদরাসার বিষয়ে ৩ হাজার ৩০০ টাকা অনুদান দেওয়া ছাড়া এমপিওভুক্তও করা হয়নি।