বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার সব শিক্ষা-প্রতিষ্ঠানকে ‘জামায়াতিকরণ’ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) আয়োজিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন। সরকারকে ‘বিশেষ একটি দলের সমর্থিত সরকার’ অভিহিত করে রিজভী বলেন, দেশের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে ওই বিশেষ দলের লোকজনকে দায়িত্বে বসানো হয়েছে। তিনি বলেন, এক বিশেষ দল আজ শিক্ষা মন্ত্রণালয় দখল করে নিয়েছে। সব বড় বড় বিশ্ববিদ্যালয়ে জামায়াতিকরণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জামায়াতিকরণ করা হয়েছে। এটা অত্যন্ত ভয়ংকর বিষয়। বড় বড় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে জামায়াতি চেতনার লোকজনকে বসানো হয়েছে। আমাদের (বিএনপি) সমর্থিত লোকজন যেমন আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে, তেমনইভাবে এখনো বঞ্চিত হচ্ছে। রিজভী আরও বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বলছে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এগুলো তো হাসিনার কথার প্রতিধ্বনি। এই সরকার তো গণতান্ত্রিক আন্দোলনের ফসল। আর গণতন্ত্র মানেই হচ্ছে আলোচনা-সমালোচনা, তীব্র সমালোচনা হবে এবং সরকার সব শুনবে। রাষ্ট্রের বিরোধিতা অপরাধমূলক কিন্তু সরকারের বিরোধিতা তো অপরাধমূলক নয়। অথচ মাউশি বলে দিল সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না। ডিইএবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো. হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন প্রমুখ।