অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় এবং সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে সাময়িক উত্তেজনা তৈরির পর ভারতের প্রধানমন্ত্রীর দিক থেকে এ বার্তা দুই সরকারের সম্পর্ক সহজ করার টনিক হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পার্শ্ববর্তী দেশটির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন যে প্রধান উপদেষ্টাকে পীড়িত করছে, সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তা খোলাখুলিভাবে স্বীকার করেছেন। নয়াদিল্লির সঙ্গে টানাপোড়েনের সম্পর্ক ব্যক্তিগতভাবে আমাকে অনেক কষ্ট দেয়- এমনটি উল্লেখ করে ড. ইউনূস রয়টার্সকে বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত।
আপনি জানেন, বাংলাদেশের মানচিত্র না এঁকে আপনি ভারতের মানচিত্র আঁকতে পারবেন না। বাংলাদেশের স্থলসীমানার প্রায় পুরোটাই ভারতের সঙ্গে।’
এর আগে গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদি শুভকামনা জানিয়েছিলেন। ওই দিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেন, ‘নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আমরা (ভারত) প্রত্যাশা করছি।’