বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে এটি উল্লেখ করেছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, ‘ইইউ একটি সংস্কার প্রক্রিয়া সমর্থন করতে প্রস্তুত, যা শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক নীতি, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে পরিচালিত করবে।’ চিঠিতে বাংলাদেশে চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ব্যাপক অংশীদারি ও সহযোগিতা চুক্তির মাধ্যমে নতুন অংশীদারি গড়ে তোলার আগ্রহও প্রকাশ করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল চিঠির বিষয়টি গণমাধ্যমকে জানায়। অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার প্রক্রিয়ায় সমর্থন জানিয়ে চিঠিতে উরসুলা ভন ডের লেইন আরও উল্লেখ করেন, ‘টেকসই উন্নয়ন, সবুজ রূপান্তর, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আর্থিক ব্যবস্থার ডিজিটালাইজেশনের অগ্রগতির প্রতি আপনার প্রতিশ্রুতি আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।
গ্লোবাল গেটওয়ে ফর ইইউর অধীনে বাংলাদেশের রেলওয়ে, জলসম্পদ, জলবায়ু অভিযোজন, স্বাস্থ্য, ডিজিটাল, জ্বালানিসহ নিরাপদ এবং নির্ভরযোগ্য বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
নির্বাচন কমিশনের সঙ্গে ইইউর বৈঠক : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের সহায়তা প্রয়োজন কি না, তা জানতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। ইসি কর্মকর্তারা জানান, ‘মঙ্গলবার (আজ) বেলা ১১টায় নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের দুজন গণতন্ত্র বিশেষজ্ঞ মেট বেকেন ও মাইকেল লিডর সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হবে। নির্বাচনে আমাদের কী ধরনের সহায়তা প্রয়োজন সে বিষয়গুলো জানতে চাইবেন তাঁরা।’