বাংলাদেশ নিয়ে এখন কোনো বক্তব্য দেবেন না বলে জানিয়েছেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গতকাল পশ্চিমবঙ্গের বীরভূমের শান্তিনিকেতনে ‘প্রতীচী’ বাড়িতে ফিরেছেন তিনি। এ সময় অমর্ত্য সেনকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রশাসক বিধান রায় ও বোলপুর মহকুমা প্রশাসক অয়ন নাথ। তারা নোবেলজয়ী অর্থনীতিবিদকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এ সময় এক সাংবাদিক বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলে অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, ‘আমি এসব বিষয় নিয়ে এখন কোনো বক্তব্য দেব না।’
বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক অধ্যাপক হিসেবে নিযুক্ত আছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। প্রায় সময়ই বিদেশে থাকতে হয় তাঁকে। তবে যখনই সময় পান, তাঁর পছন্দের জায়গা পৈতৃক ভিটে বাড়ি ‘প্রতীচী’তে থাকতে পছন্দ করেন।
গতকাল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সড়কপথে নিজ বাড়িতে পৌঁছান অমর্ত্য সেন।