রাজশাহীতে ক্রমেই বাড়ছে অপহরণ ও মুক্তিপণ আদায়। সম্প্রতি এমন অর্ধশত অপহরণের ঘটনা ঘটেছে। তবে অনেকে এ বিষয়ে থানায় অভিযোগ না করে নানাভাবে মিটমাট করে নিচ্ছেন। এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম ও মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, ভুক্তভোগীরা থানায় অভিযোগ না করলে তাদের কিছু করার থাকে না। তবে যারা অভিযোগ করেছেন, তাদের বিষয়গুলো পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।
জনা যায়, নগরীর আরডিএ মার্কেটের সামনে থেকে বুধবার সন্ধ্যায় অপহরণ করা হয় বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল দেওয়ানকে। তার স্ত্রী সানোয়ারা খাতুন ইতি জানান, বিএনপির পরিচয়ে তাকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সারা রাত দেনদরবার করে বৃহস্পতিবার ভোর ৫টায় ৫০ হাজার টাকা পণ দিয়ে মুক্তি পান তার স্বামী।
৯ জানুয়ারি নগরীর তালাইমারী মোড় থেকে অপহরণ করা হয় শিক্ষার্থী আরিফিন শিমুলকে। চালানো হয় শারীরিক নির্যাতন। ৮ ঘণ্টা পর ৪০ হাজার টাকায় তার মুক্তি মেলে। বাবার গ্রেপ্তারের খবর শুনে বিদেশ থেকে দেশে ফিরেন বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের রুবেল রানা। ২২ ডিসেম্বর জামিনে মুক্তি পাওয়া বাবাকে আনতে গেলে সন্ধ্যায় মাইক্রোবাস নিয়ে তাকে অপহরণ করা হয়। শারীরিকভাবে নির্যাতনে রুবেল রানার তিনটি দাঁত ভেঙে যায়। পরে অপহরণকারীদের বিকাশে ২০ হাজার টাকা (নম্বর-০১৬০২-৫০৩৩০৬) ও একটি দামি মোবাইল ফোন দিয়ে রাত ১১টার দিকে রক্ষা পান বাবা-ছেলে। রুবেল রানা বলেন, ‘কারা অপহরণ করেছিল বুঝে নেন। এ বিষয়ে এখন কথা বলতে চাই না।’ জানা যায়, এমন অর্ধশত অপহরণের ঘটনা ঘটেছে। আদায় করা হয়েছে নগদ টাকা। ৫ আগস্ট গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হিজলগাছি গ্রামের দুলাল ঘোষ ও তার জামাতা কমল ঘোষের দুটি বাড়িতে দলবল নিয়ে হামলা করেন বিএনপি নেতা জয়দুল ইসলাম ফেন্সু ও তার লোকজন। তাৎক্ষণিক আধাপাকা বাড়ি দুটি গুঁড়িয়ে দেওয়া হয়। জয়দুল ইসলাম ফেন্সু মাটিকাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। বিএনপির এই নেতা বলেন, ‘জমিগুলো আমাদের। আওয়ামী লীগ আমলে জমি উদ্ধার করতে পারিনি। এ জমির কাগজপত্র আমার কাছে আছে। আমরা আমাদের জমি উদ্ধার করেছি।’
নগরীর মালোপাড়ার চারতলা কাবিল ম্যানশনের দুই তলা ভাড়া নিয়ে ২০২১ সালের ১ আগস্ট বিএনপির জেলা ও মহানগর কার্যালয় করা হয়েছিল। ২০২২ সালের ৩১ আগস্ট চুক্তির মেয়াদ শেষ হয়। তবে চুক্তি নবায়ন ও ভাড়া না দিয়ে বিএনপি নেতা-কর্মীরা ভবনটিতে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। ২০২৪ সালের মে মাসে ভবনের মালিক প্রবাসী শামস আলম ভবন ছাড়ার জন্য বিএনপি নেতাদের আইনি নোটিস দেন এবং ভবন উদ্ধারের জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন করেন। এরপর বিএনপি নেতা-কর্মীরা ভবনটিতে যাওয়া-আসা বন্ধ করেন। মালিক ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু করেন। তবে ৩ লাখ টাকা বকেয়া ভাড়া ও বকেয়া বিদ্যুৎ বিল পাননি ভবন মালিক। রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মামুনুর রশিদ বলেন, ‘কাবিল ম্যানশন ছেড়ে দেওয়ার পর আমাদের নেতা-কর্মীরা সোনাদীঘির পাশে ভবন ভাড়া নিয়ে দলীয় কার্যালয় করছিলেন। কিন্তু জায়গাটি জেলা পরিষদের জানার পর আমাদের নেতা-কর্মীরা সেখান থেকেও চলে এসেছে।’
রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজশাহী জেলা বিএনপির সদস্য এবং তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের বিরুদ্ধে এলাকায় বিএমডিএর গভীর নলকূপ দখলের লিখিত অভিযোগ করেছিলেন তানোরের বিএনপি নেতা-কর্মীদের একাংশ। এ বিষয়ে বিএনপি নেতা মিজানুর রহমান বলেন, ‘অধিকাংশ গভীর নলকূপ অবৈধভাবে দখলে রেখেছিলেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। গত ৫ আগস্টের পর আমরা সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা করেছি। বিএনপির যেসব নেতা-কর্মী আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন পরে ভুল বুঝতে পেরে তারা অভিযোগ প্রত্যাহার করে নেন।’ গত ১৭ নভেম্বর নগরীর ডাবতলা এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুজাউদ্দৌলা বিএনপি নেতা টুটুলের বিরুদ্ধে তার জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়। তবে রাজশাহী সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং শাহ মখদুম থানা বিএনপির সাবেক সহ-সভাপতি টুটুলের দাবি, তিনি সাবেক সেনা সদস্যের কাছে কোনো চাঁদা দাবি করেননি।
এর আগে চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুর এবং দখলবাজির অভিযোগে গত ২৫ অক্টোবর রাজশাহীর কেশরহাট পৌর যুবদলের সদস্য সাদ্দাম হোসেন এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার সাকিলের পদ স্থগিত করা হয়। গত ১ অক্টোবর একটি সরকারি অফিসে গিয়ে কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণ ও হেনস্তা করার অভিযোগে মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজের সদস্য পদ স্থগিত করে মহানগর বিএনপি। পুকুর দখল ও মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুর্গাপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম আজমকে দল থেকে বহিষ্কার করা হয়। চাঁদাবাজির অভিযোগে মামলা হলে গত ২৯ সেপ্টেম্বর আজমকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর রহমানের বিরুদ্ধে ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন কয়েকজন পুকুর মালিক।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে দিয়েছেন দলের নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্মে জড়িত হলে তাদের ছাড় দেওয়া হবে না। আমরা রাজশাহীতেও এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ইতোমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।