সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, দ্রুত নির্বাচন না হলে বিকল্প শক্তির উত্থান হতে পারে। তিনি বলেন, ‘আমি সব সময় বলে আসছি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। আমার সমালোচনাও হয়। তবু এ কথাটা আমি বারবার বলার চেষ্টা করেছি। কারণ আমরা বিশ্বাস করি যে নির্বাচন থেকে আমরা ১৫ বছর বঞ্চিত। এ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করার একটা সুযোগ পাবে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ পরিষদের উদ্যোগে ’৬৯-এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সভায় বিএনপি মহাসচিব বলেন, ‘জোর করে নির্বাচনের বিষয়টা যদি বিতর্কিত করে ফেলা হয়, তাহলে তো জনগণ আবার সেই অধিকার থেকে বঞ্চিত হবে। আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে দেখেছি যে এ ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময়ক্ষেপণ করা হয়, তাহলে অন্যান্য শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়।’ তিনি আরও বলেন, ‘আমরা এ কথাটা বারবার বলতে চাই, নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সেটার জন্য আমরা লড়াই করেছি দীর্ঘ ১৫ বছর। আমি সেই কারণে বলেছি যে আমাদের দরকার সত্যিকার অর্থেই বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবে একটা ছাত্র-গণ অভ্যুত্থানের পরেই জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থায় কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না যে সেখানে দেশের মানুষের প্রত্যাশাগুলো পূরণ হবে।’ ফখরুল আরও বলেন, ‘আমি মনে করি, ন্যূনতম যে সংস্কার হচ্ছে নির্বাচনকেন্দ্রিক, সেই সংস্কার শেষ করে আমাদের অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত। নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে এখানে পুরোপুরিভাবে সংস্কারের যে কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়িত করা, জনগণের প্রত্যাশা পূরণ করা। আসাদের রক্ত, আবু সাঈদের রক্তকে আমরা বৃথা যেতে দিতে পারি না। সে জন্য আমাদের সফল ঐক্য গড়ে তুলে তাদের (শহীদদের) স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এ হোক আজকের প্রতিজ্ঞা।’ শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহর সভাপতিত্বে ও ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজুর পরিচালনায় সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও জহিরউদ্দিন স্বপন, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।
ষড়যন্ত্র করে বাংলাদেশে ১/১১ আর হবে না -জয়নুল আবদিন ফারুক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি। বাংলাদেশে সংস্কার হবে, আইন প্রণয়ন হবে। সবকিছুই হবে, কিন্তু তার আগে ষড়যন্ত্র করে ১/১১-এর মতো বিলম্বিত করার কোনো অবকাশ বাংলাদেশে আর হবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ফোরামের উদ্যোগে জনগণের ওপর অযৌক্তিক ভ্যাট আরোপের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।