নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমি এই সরকারকে সমর্থন করেছি। তার মানে এই নয়, আমি সরকারে আছি। সবকিছু সংস্কারের সময় এসেছে। আমরা যদি দেখি সরকার দেশের জনগণের জন্য কাজ করছেন না, চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে, তাহলে আমরা সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলনে নামব। যে ৪২টা দল মিলে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছি, সেই ৪২টা দলও আমাদের সঙ্গে আছে।’
জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল বদলিপ্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের ব্যানারে ‘বৈষম্যমূলক বদলি নীতিমালা সংশোধনপূর্বক এমপিওভুক্ত সব শিক্ষকের জন্য বদলি চালুর দাবিতে’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ‘যে দেশে ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করা লাগে। রাস্তায় বসে থাকতে হয়। এ রকম দেশ আমরা চাইনি।’ অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষক জাতির বিবেক। এদের বিষয়ে আপনাদের চিন্তা করতে হবে। এরা চায় মন্ত্রণালয় থেকে কেউ এসে এদের সঙ্গে কথা বলুক। এদের দাবিদাওয়া শুনুন, আপনাদের কোনো কথা থাকলে তা-ও বলুন। ন্যায্য দাবি বিষয়ে পদক্ষেপ নিন। দাবি আদায়ে শিক্ষকদের যদি রাস্তায় দাঁড়াতে হয়, তাহলে দেশের সম্মান থাকে না। আপনাদেরও মান থাকে না। তাই যত তাড়াতাড়ি পদক্ষেপ নেবেন, ততোই ভালো।’ অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বদলিপ্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের রাশিদা আক্তার, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, আতিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা।