ফিলিস্তিনের গাজা উপত্যকায় কয়েক ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় গতকাল বেলা ১১টা ১৫ মিনিটে (৯টা ১৫ জিএমটি) বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি এক বিবৃতিতে এ তথ্য জানান। সূত্র : আলজাজিরা।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ফিলিস্তিনিদের উচ্ছ্বাস করতে দেখা গেছে। অনেকে বিধ্বস্ত বাড়িতেই ফিরছেন। মাজিদ আল আনসারি বলেন, গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলের কাছে তিন জিম্মিকে তুলে দেওয়া হবে। তারা তিনজনই ইসরায়েলি নাগরিক। তিন জিম্মির নাম প্রকাশ করেছেন হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা। তিনি বলেন, ‘চুক্তির শর্ত অনুযায়ী আমরা তিনজনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারা হলেন রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮) ও দোরোন স্টেইনব্রিচার (৩১)।’