ওয়াশিংটন ডিসিতে এখন কনকনে ঠান্ডা বিরাজ করছে। আগামীকাল নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দিন এই ঠান্ডা নামতে পারে মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসে। সে কারণে শপথের স্থান পরিবর্তন করে ক্যাপিটল হিলের ভিতরে নেওয়া হয়েছে।
গত সোমবার সকাল থেকেই আবহাওয়া ভয়ংকর রূপ ধারণ করার আগাম তথ্য দিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর। এটি জেনে শুক্রবারই নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই তাঁর ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রদত্ত পোস্টে উল্লেখ করেছেন, ‘আমি আমার জনগণকে কষ্ট পেতে দেখতে চাই না। কেউ হাড় কাঁপানো ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ুক তা-ও দেখতে চাই না।’ শপথ অনুষ্ঠান দেখতে আসা লাখো অতিথি, সমর্থক এবং অনুষ্ঠানের কর্মী-সংগঠকদের সুরক্ষায় ট্রাম্পের এমন বক্তব্যের পর তা এখন ক্যাপিটল রুটান্ডার ভিতরে এবং প্যারেড অনুষ্ঠিত হবে ক্যাপিটল-ওয়ান এরিনায়।
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অতিথির মধ্যে থাকবেন সব সাবেক প্রেসিডেন্ট, টেক বিলিয়নেয়ার এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। ইউএস সিনেট এবং কংগ্রেসের গুরুত্বপূর্ণ সদস্যরাও থাকবেন। সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা এবং সাবেক স্পিকার ন্যান্সি পেলসি শপথ অনুষ্ঠানে থাকবেন না বলে এরই মধ্যে জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পরই নিউইয়র্কে বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে প্রবাসীরা বিজয় উৎসবের ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। ২০ জানুয়ারি অপরাহ্ণ ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টা চলবে এ উৎসব। আয়োজকদের পক্ষে শরাফ সরকার এবং টুটুল আহমেদ চৌধুরী জানান, পবিত্র কোরআন, বাইবেল, গীতা এবং ত্রিপিটক থেকে পাঠের মধ্যদিয়ে শুরু এ কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাই অংশ নেবেন। এতে ট্রাম্পের প্রেসিডেন্সির সর্বাত্মক সাফল্য এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করা হবে। আয়োজকদের মধ্যে আরও রয়েছেন নির্মল পাল, ভজন সরকার, দীনেশ মজুমদার, রমেশ রায়, অসীম দে শংকর প্রমুখ।