হলফনামায় রাজউকের প্লট থাকার তথ্য গোপন করায় শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে গতকাল মামলাগুলো করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
পৃথক মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে প্রধান আসামি করা হয়েছে। জয়ের মামলায় সহায়তাকারী হিসেবে শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় অন্য আসামিরা হলেন- রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, সাবেক সদস্য শফিউল হক, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, রাজউকের সাবেক সদস্য (উন্নয়ন) মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (ইঞ্জিনিয়ার) ও সাবেক উপ-পরিচালক নায়েব আলী শরীফ। এ ছাড়া এ মামলায় মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন ও সচিব শহীদ উল্লা খন্দকার, রাজউকের সদস্য তন্ময় দাস (উন্নয়ন নিয়ন্ত্রণ), পরিচালক কামরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম ও পরিচালক নুরুল ইসলামকেও আসামি করা হয়েছে। জয়ের বিরুদ্ধে করা মামলায় শেখ হাসিনা এবং গৃহায়ণ ও রাজউকের কর্মকর্তাসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।
দুদক মহাপরিচালক জানান, শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে নিজ মালিকানায় ও তাঁর ছেলে, মেয়ে, বোন, বোনের মেয়ে ও বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত আইন-বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করেছেন।