মুন্সিগঞ্জ ও গাজীপুরে ছিনতাইয়ের কবলে পড়েছেন এজেন্ট ব্যাংক এবং বিকাশের দুজন কর্মী। হাতকড়া পরিয়ে ও ককটেল ফাটিয়ে তাদের কাছ থেকে নিয়ে গেছে প্রায় ২২ লাখ টাকা। এর মধ্যে ১৫ লাখ ৭০ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জে। জেলার সিরাজদিখানে গতকাল দুপুরে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্য পরিচয়ে এক এজেন্ট ব্যাংক কর্মীকে হাতকড়া পরিয়ে মারপিট করে নিয়ে যায় এ টাকা। এজেন্ট ব্যাংক কর্মীর নাম আফজাল শেখ। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মী। এ ঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
আফজাল শেখ জানান, দুপুরে তিনি ইসলামী ব্যাংকের নিমতলা শাখা থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা নিয়ে বাসে ইচাপুরা আসেন। সেখান থেকে ব্যাটারিচালিত মিশুকে ভবানীপুর এজেন্ট শাখার উদ্দেশে রওনা দেন। পথে কাঁঠালতলী গ্রামে মাইক্রোযোগে এসে কয়েকজন মিশুকের গতিরোধ করেন। তাকে হাতকড়া পরিয়ে অস্ত্রের মুখে মাইক্রোতে তুলে চোখ বেঁধে ফেলেন। আফজাল হাতকড়া পরানো ও চোখ বাঁধার বিষয়ে জানতে চাইলে তারা মারধর করেন। বলেন তোর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে কোর্টে চালান দেব। এরপর সঙ্গে থাকা সব টাকা নিয়ে তাকে অন্যত্র ফেলে রেখে যায়। সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, আফজাল শেখকে কাঁঠালতলী থেকে মাইক্রোতে তুলে নিমলতলা ও আবদুল্লাহপুর গ্রামের মাঝমাঝি স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। তার কাছ থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এদিকে গাজীপুরের কালিয়াকৈরে ককটেল ফাটিয়ে বিকাশ ব্যবসায়ী ফারুক হোসেনের কাছ থেকে ৬ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। সফিপুর বাজারে সোমবার রাতে এ ঘটনা ঘটে। বিকাশ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে পাশের মুদি দোকানি শিমুল হোসেন আহত হয়েছেন। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ছিনতাইয়ে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, সফিপুর বাজারের যমুনা রোডে বিকাশ ব্যবসায়ী ফারুক সোমবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসার উদ্দেশে বের হন। তখন ছিনতাইকারীরা কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ফারুক হোসেনের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে প্রাইভেট কারযোগে পালিয়ে যায়।