সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের এ ‘শাটডাউন’ কর্মসূচি নিয়ে আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটি বৈঠকে বসবে। তাতে দাবি পূরণের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া না হলে পুনরায় কমপ্লিট শাটডাউনের পাশাপাশি পুরান ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির বৈঠকের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষার্থীরা।
গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এ কে এম রাকিব বলেন, আমরা আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে কী সিদ্ধান্ত আসে সেটা দেখব। যদি আমাদের তিন দফা দাবি মেনে নিয়ে তারা লিখিত বিজ্ঞপ্তি দেয় তাহলে আমরা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিজয় মিছিলের মাধ্যমে এ চলমান তিন দফা দাবির আন্দোলনের ইতি টানব। যদি আমাদের দাবি পূরণের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আমরা পুনরায় ক্যাম্পাস ‘কমপ্লিট শাটডাউন’ এর পাশাপাশি পুরান ঢাকা অবরোধ কর্মসূচি দেব। সরেজমিনে গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবন, ভাষা শহীদ রফিক ভবন, বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, চারুকলা অনুষদসহ প্রশাসনিক ভবনে তালা ঝুলানো দেখা যায়। চলমান কমপ্লিট শাটডাউনে ক্যাম্পাসের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, মেডিকেল সেন্টার ছাড়া আর কোনো দপ্তর বা অফিস খোলেনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। বন্ধ ছিল ক্যাম্পাসে নিয়মিত চলাচলকারী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যানবাহন। সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ে সবগুলো ফটক। তবে মূল ফটকের পকেট গেট দিয়ে কয়েকজন শিক্ষক ও কর্মচারীকে ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেখা যায়নি।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, পদার্থবিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ইতিহাস, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, সিএসই, ফার্মেসি, গণিত, ভূমি ব্যবস্থাপনা ও আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা ও গণিত বিভাগের শিক্ষার্থীরা ‘শাটডাউন’-এর সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। তারা এ সময় বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এর আগে সোমবার রাতে তিন দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি থেকে প্রায় ৩৫ ঘণ্টা পর শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। প্রাথমিক দাবি আদায় হওয়ায় এবং মন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেন তারা।