বিএনপি চেয়ারপারসন ও মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল স্ত্রী জুবাইদা রহমানসহ মাকে দেখতে হাসপাতালে প্রবেশের সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সবাই মায়ের জন্য দোয়া করবেন।
পাঁচ দিন ধরে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে। সোমবার জানা যাবে পরীক্ষা-নিরীক্ষার আপডেট। বেগম জিয়ার উপদেষ্টামন্ডলীর সদস্য ড. এনামুল হক বলেন, ‘বেগম জিয়া আজকে একটু হাঁটাচলা করেছেন। এখনো রিপোর্ট কালেকশন হচ্ছে। লন্ডন ক্লিনিকের ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন পরবর্তী পদক্ষেপ নিয়ে।’ বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আজকে ফিজিও থেরাপিস্ট ফিজিও দিয়েছেন।’ এদিকে লন্ডন সফররত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বেগম খালেদা জিয়াকে অসময়ে অসুস্থ করেছে আওয়ামী লীগ। তবে এখানে আসার পর সার্বক্ষণিক ছেলে, দুই ছেলের বউ, তিন নাতনি সেবা করছেন। এজন্য তিনি মানসিকভাবে ভালো আছেন। শনিবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় তারা দুজন হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, ম্যাডামকে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করছেন। যেহেতু ম্যাডাম ১৭-১৮ বছর ধরে কোনো চিকিৎসা পাননি, তিনি যদি আরও আগে চিকিৎসা পেতেন তাহলে অনেক ভালো থাকতেন এখন। আওয়ামী লীগ সরকার, খুনি সরকার তাঁকে অসময়ে অসুস্থ করে রেখেছে। তাঁকে সুস্থ থাকতে দেওয়া হয়নি! আমরা শুনেছি তখন খুব তির্যক ভাষায় বলা হতো, উনি মরি মরি করে মরছেন না কেন? আল্লাহ উনাকে বাঁচিয়ে রেখেছেন। এ সময় তাঁর স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সঙ্গে ছিলেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে আমরা দেশে খুব সীমিত পর্যায়ে দেখা করতে পারতাম। উনি জীবিত অবস্থায় এক ছেলেকে হারিয়েছেন। আমি দেখেছি, বাহ্যিকভাবে ভালো আছেন, ভিতরের অবস্থা ডাক্তাররা বলতে পারবেন। এ সময় আফরোজা আব্বাস বলেন, বেগম জিয়া প্রথমেই দেশবাসীর খোঁজ নিয়েছেন। মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। মানসিকভাবে তিনি সব সময় স্ট্রং ছিলেন।
এজন্য এখনো এভাবে মেরুদন্ড সোজা করে আছেন। আফরোজা আব্বাস বলেন, এখন পরিবারের সবার সঙ্গে আছেন, এখন আরও ভালো আছেন, ইনশাআল্লাহ। আমরা আশা করছি অচিরেই তিনি অনেক সুস্থ হয়ে যাবেন এবং দেশে আবার ফিরে আসবেন এবং দেশে এসে দেশ ও জনগণের হাল ধরবেন।
খালেদা জিয়ার সঙ্গে আপনার কী কথা হয়েছে- জানতে চাইলে মহিলা দলের এই নেত্রী বলেন, ‘কেমন আছো? নাতি-নাতনি ছেলেমেয়েরা কেমন আছে? তারপর দেশের অবস্থা কী? সবাই কেমন আছে? মহিলা দলের সবাই কেমন আছে?’ সবার কথা জিজ্ঞেস করেছেন। কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, কিন্তু সবার কথা জিজ্ঞেস করেছেন, কেমন আছে।