গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজও করেনি। আইএমএফের ঋণের শর্ত মানতে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট-ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জনগণের ওপর চাপ সৃষ্টি করে আইএমএফ-বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালাতে চাইলে আমরা তা মানব না। লড়াই বাধবে। পেটে ক্ষুধার আগুন থাকলে মানুষ সংস্কারের কথা শুনবে না।’
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল এবং শতাধিক পণ্যে শুল্ককর বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্য এ মানববন্ধনের আয়োজন করে।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এ সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায়, টেরই পায় না। আগে চোর পালাতে পারত না। এখন চোরের সরদার পালিয়ে যায়। যারা লুটপাট করেছে, এখন পর্যন্ত তাদের কাউকে ধরতে পারেনি। ব্যাংকগুলো সব ঠিকমতো চলছে না। আমরা শুনলাম ড. ইউনূস এলে দেশের চেহারা বদলে যাবে, সারা দুনিয়ায় তাঁর এত বন্ধুবান্ধব, এত ভক্ত; ওরা সবাই টাকা দেবে আর আমাদের সংকট কেটে যাবে।
এখনো তো বিদেশ থেকে কেউ আমাদের টাকাপয়সা দিল না। এ সরকার সংস্কারের কথা বলেছে। আমরাও সংস্কার চাই। তবে তার একটা সময়সীমা আছে। আমার দল ক্ষমতায় যাবে না। তার পরও গণতন্ত্রের জন্য ভোট চাই। বিএনপি বড় দল, তারা কষ্ট স্বীকার করেছে।’