টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল ও নতুন করে ভ্যাট আরোপে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। অন্তর্বর্তী সরকারের এসব সিদ্ধান্তকে স্বৈরাচার সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি হিসেবে আখ্যায়িত করেছে দলটি।
গতকাল দলটির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা এসব কথা বলেন। তাঁরা বলেন, জনজীবনের সংকট নিরসনের জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের বিলোপ, সর্বজনীন রেশনব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার। টিসিবির কর্মসূচির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল করে কম মূল্যে পণ্য দেওয়া থেকে বঞ্চিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, সরকার সাধারণ মানুষের ওপর অপ্রত্যক্ষ কর বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তা জনজীবন অতিষ্ঠ করে তুলবে। উচ্চ মুদ্রাস্ফীতি এবং আইএমএফের চাপে অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্ত প্রান্তিক, স্থায়ী উপার্জনকারী এবং নিম্নমধ্যম আয়ের মানুষের ওপর যে নেতিবাচক প্রভাব পড়বে তাতে দেশের অর্থনীতিতেও সংকট তৈরি করবে। অবিলম্বে সরকারের এ সিদ্ধান্ত বাতিল করে বিদেশে পাচার করা অর্থ, খেলাপি ঋণ আদায় ও ধনীদের প্রয়োজনীয় বিশেষ কর আরোপের আহ্বান জানান দলটির দুই শীর্ষ নেতা।