জুলাই ঘোষণাপত্রের গুরুত্বসহ সাত দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বরিশাল, খুলনা, ভোলাসহ বিভিন্ন স্থানে গতকাল এ লিফলেট বিতরণ করা হয়।
ভোলা প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী সারজিস আলম বলেছেন, যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলনে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, যে স্বপ্নগুলো দেশকে নিয়ে দেখি সেগুলো ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা উচিত। সেখানে সবার আগে স্বৈরাচারী খুনি হাসিনার বিচার দেখতে চায় বাংলার মানুষ। গতকাল সকালে দ্বীপ জেলা ভোলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পথসভায় যোগ দিয়ে সারজিস আলম এ কথা বলেন। এ সময় সারজিস আলম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, খুনি হাসিনাসহ যাদের নির্দেশে এত মানুষকে খুন করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, তাদের বিচারের শাস্তির স্পষ্ট কথা এই ঘোষণাপত্রে থাকতে হবে। আমরা সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছি, তারা একাত্মতা প্রকাশ করে আমাদের ৭ দফা দাবিকে যৌক্তিক বলে জানিয়েছেন। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষে ভোলা বাংলা স্কুল মোড় সদর রোড, নতুন বাজার এলাকায় ঘোষণাপত্র ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করেন। পরে সরকারি স্কুল-সংলগ্ন ইলিশা ফোয়ারা মোড়ে পথসভায় বক্তব্য রাখেন।
বরিশাল প্রতিনিধি জানান, খুলনায় জুলাই ঘোষণাপত্রের গুরুত্বসহ সাত দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি। গতকাল পিটিআই মসজিদে প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কেন্দ্রীয় সংগঠক তানজিল মাহমুদ ও নাঈম আহমেদ, স্থানীয় প্রতিনিধি আহমেদ হামীম রাহাত, ফরিদ পাঠান, সাইফুল ইসলাম, শরীফ আসাফুল হাবীব সাজিদ, ইকবাল হোসেন মোড়ল উপস্থিত ছিলেন। দাবিগুলো হচ্ছে- জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদান, আওয়ামী খুনি ও দোসরদের বিচার, ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন, ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। এ ছাড়া সব ধরনের বৈষম্য নিরসনে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কার করতে হবে। বরিশাল প্রতিনিধি জানান, বরিশালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গতকাল সকালে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে এই লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতুসহ স্থানীয় নেতারা। নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় নির্বাচনের আগে দেশে গণতন্ত্র কায়েম হয়েছে দেখতে চান তারা। আর কখনোই ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।