বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, সমাজে এমন এক রাজনীতির ধারা বাস্তবায়ন করতে হবে, যে রাজনীতি হবে জনগণের অধিকার আদায়ের, রাষ্ট্র থেকে লুটপাটের রাজনীতি নয়।
মঙ্গলবার রাতে ফরিদপুরের সালথার বড় লক্ষ্মণদিয়ায় মাওলানা ছায়েনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা রেজাউল হক বিন ছায়েনুদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢালকানগর মাদরাসার মুহতামিম জাফর আহমেদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুল মাল সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ। মামুনুল হক বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল, কিন্তু ইসলাম বলে ক্ষমতা ভোগের নয়, ত্যাগের। আমাদের দেশে যারাই ক্ষমতা পান, বয়স যতই হোক, ক্ষমতা পাওয়ার পর আস্তে আস্তে তাদের চেহারার জৌলুশ বাড়তে থাকে।’