২০২৫-২৬ অর্থবছর থেকে ফ্রিজার, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার (এসি) ও কমপ্রেসার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর করপোরেট আয়কর ১০ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব ইলেকট্রনিক যন্ত্রপাতি ও মোটরসাইকেল উৎপাদনকারীদের ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সংশোধিত হারে কর পরিশোধ করতে হবে। সম্প্রতি এনবিআর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
সরকার যখন রাজস্ব আদায় ও রাজস্ব সক্ষমতা বাড়ানো এবং ব্যয় নির্বাহের জন্য দেশিবিদেশি উৎস থেকে ঋণের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে তখন এ সিদ্ধান্ত এলো।
বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট খরচ! : মোবাইলে কথা বলা এবং ইন্টারনেট খরচ আরও বাড়ছে বলে বেশ আলোচনা হচ্ছে। তবে এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোনো নির্দেশনা মোবাইল অপারেটররা পাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল রাতে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সম্পূরক শুল্ক বাড়ানোর কোনো নির্দেশনা এনবিআরের কাছ থেকে আমরা পাইনি। তাই এ মুহূর্তে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে না। তবে সরকার যদি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয় তবে দুই সেবাতেই খরচ বাড়বে।’
এদিকে শুল্ক আরোপের বিষয়টি যদি সত্য হয় তাহলে তা হঠকারী সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। বর্তমানে দেশে মোবাইল ব্যবহারকারী প্রায় ১৯ কোটি। আর মোবাইলে ইন্টারনেট গ্রাহক প্রায় ১৩ কোটি।