জুলাই হত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এ ছাড়া গুম-হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
পাসপোর্ট অফিসের বরাত দিয়ে গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ খবর দেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন। নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ প্রসঙ্গে আজাদ মজুমদার বলেন, আমাদের ৪০ কোটি ১৫ লাখ ৬৭ হাজার টেক্সটবুক বিতরণ করার কথা ছিল। ৬ জানুয়ারি পর্যন্ত ১১ কোটি ১ লাখ ৪৪ হাজার ৭১৬টি টেক্সটবুক ছাপা হয়েছে, যার অধিকাংশ বিতরণ করা হয়েছে। আগে টেস্টবুকগুলো ভারত থেকে ছাপা হতো। অন্তর্বর্তী সরকার এগুলো বাংলাদেশ থেকে ছাপানোর উদ্যোগ নিয়েছে। এ কারণে কিছুটা সমস্যা হয়েছে। তবে এতে দেশের মুদ্রণশিল্পের সঙ্গে জড়িত লাখ লাখ শ্রমিক উপকৃত হচ্ছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি আরও বলেন, পাসপোর্ট নিয়ে একটা সুখবর আছে। বাংলাদেশি নাগরিকরা ই-পাসপোর্টের আবেদন করলে পাসপোর্ট প্রস্তুত হওয়ার পর একটা এসএমএস পান। এসএমএস সার্ভিসটা শুধু বাংলাদেশের ভিতরে চালু আছে। এসএমএস সার্ভিসটা প্রবাসীদের জন্য বিদেশেও চালু হচ্ছে। এ ছাড়া দাপ্তরিক জটিলতার কারণে প্রবাসীদের ১ লাখ ৯৭ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিংয়ের জন্য আটকা ছিল। গত তিন সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে। এর বাইরে পাসপোর্ট সেবা সহজ ও পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে এজেন্ট নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, গতকাল জামায়াতের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। নির্বাচন, সংস্কার, জাতীয় ঐক্য, ব্যাংকিং সেক্টরের সমস্যাসহ নানান ইস্যুতে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। তিনি বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট দেওয়ার কথা ছিল। উনারা জানিয়েছেন, ঠিক সময়মতো কাজগুলো শেষ করতে পারেননি। কেউ কেউ সময় বাড়িয়েছিলেন। অন্তর্বর্তী সরকার আশা করছে, ছয়টি কমিশনের মধ্যে পাঁচটি কমিশন ১৫ তারিখের মধ্যে রিপোর্ট জমা দেবে।