বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে প্রয়োজনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে উল্লেখ করেছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান এনডিসি, পিএসসি। তিনি বলেন, ‘আমরা যাকে সন্দেহ করছি, বিশেষ করে শেখ হাসিনা তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কিংবা ভারতের হাইকমিশনের সঙ্গে আইন অনুযায়ী যোগাযোগ করব। হয় তারা জিজ্ঞাসাবাদ করবেন না হয় আমরা ভারতে গিয়ে সরাসরি জিজ্ঞাসাবাদ করব।’ গতকাল রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত বিডিআর হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় ফজলুর রহমান বলেন, দেশিবিদেশিরা মিলে বিডিআর হত্যাকা ঘটিয়েছে শুধু এ কথা বললেই হবে না। ভারত জড়িত বললেই হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। এ সময় ছোটবড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিডিআর হত্যাকান্ডে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন নিরপেক্ষ থাকবে, নিরপেক্ষ থেকেই সবার সহযোগিতা নিয়ে তদন্তকাজ চালানো হবে। বিগত ১৬ বছরে বিডিআর হত্যাকান্ডের বহু প্রমাণ নষ্ট হয়ে গেছে। এখন যা হওয়ার তা খোলামেলাভাবে হবে। তিন মাসের মধ্যে বিডিআর হত্যাকান্ডের তদন্ত শেষ করার চেষ্টা করা হবে জানিয়ে তিনি আরও বলেন, সময় বাড়ানোর কোনো ইচ্ছা নেই। তবে প্রয়োজন হলে সময় বাড়ানোর আবেদন করা হবে। কমিশন চায় সবাই যেন ন্যায়বিচার পায়। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীরপ্রতীক (অব.), মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি যুগ্মসচিব (অব.), ড. এম. আকবর আলী বিপিএম. পিপিএম ডিআইজি (অব.), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন। সভায় স্বাগত বক্তব্য দেন রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আবদুল হক, (পিএসসি অব.)। বক্তব্য দেন শহীদ কর্নেল কুদরত এলাহীর সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান, মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান রাকিন আহমেদ, শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী নাহরিন ফেরদৌস, শহীদ সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে আশরাফুল হান্নান, শহীদ লে. কর্নেল লুৎফর রহমানের মেয়ে ড. ফাবিহা বুশরাসহ নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। নিহতদের স্বজনরা বলেন, বিডিআর হত্যাকা দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে উন্মোচিত হোক প্রকৃত ঘটনা। বিচার হোক দোষীদের।