জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত অভিনেতা প্রবীর মিত্র আর নেই। গতকাল রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলাম জানান, বয়সজনিত নানান শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন ছিলেন।
প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইসলাম জানিয়েছেন, রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে তাঁর লাশ ধানমন্ডির বাসায় রাখা হবে। আগামীকাল জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম জানাজা হবে। এর পর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
জানা যায়, ১৯৮২ সালে তিনি ‘বড় ভালো লোক ছিল’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে আজীবন সম্মাননা বিভাগে তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়। ২০১৯ সাল পর্যন্ত তিনি প্রায় ৪ যুগ ধরে ৪০০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। তিতাস একটি নদীর নাম, চাবুকসহ বেশ কিছু ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। সর্বশেষ রঙিন নবাব সিরাজউদ্দৌলা ছবিতে সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করেছিলেন। চরিত্রাভিনেতা হিসেবেও তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন। ১৯৬৯ সালে এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেছিলেন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন।