রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে হাজারীবাগে একা (২০) নামে এক নারী এবং দুপুরে বাংলামোটরে অজ্ঞাত আরেক নারীর মৃত্যু হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
ঢামেক সূত্র জানায়, বসিলা ব্রিজের ঢালে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী একার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক বিপ্লব হোসেন ইকবাল (৩৮)। একা কেরানীগঞ্জ মালঞ্চ এলাকার বাসিন্দা চঞ্চল মোল্লার মেয়ে। দুই দিন আগে রংপুর গিয়েছিলেন এক বান্ধবীর বাসায় বেড়াতে। গতকাল ভোরে রংপুর থেকে ঢাকায় ফেরেন তিনি। এরপর বাসস্ট্যান্ড থেকে রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। এদিকে বাংলামোটরে কনকর্ড টাওয়ারের সামনে অজ্ঞাত আরেক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫। হাতিরঝিল থানার এসআই রেজাউল জানান, গতকাল দুপুরে কনকর্ড টাওয়ারের সামনে যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকাল পৌনে ৪টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানতে প্রযুক্তির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে।