বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল মিরপুরের দুই ম্যাচে জিতেছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। ঢাকা পর্বের শেষ দিনে দুটি সেঞ্চুরি দেখেছে এবারের আসর। সেঞ্চুরি করেছেন পাকিস্তানি ব্যাটার উসমান খান ও শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। পেরেরা সেঞ্চুরি পেলেও জিতেনি তার দল ঢাকা ক্যাপিটালস। দুপুরে প্রথম ম্যাচে উসমান খানের তান্ডবে দুর্বার রাজশাহীর বিপক্ষে আসরের প্রথম জয় পেয়েছে চিটাগং কিংস। এদিন পাত্তাই পায়নি রাজশাহী। ৬২ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন পাকিস্তানি ব্যাটার উসমান খান। তিনি ইনিংসটি সাজান ৬ ছক্কা ও ১৩ চারে। তার সেঞ্চুরিতে ভর করে ২১৯ রানের বিশাল পুঁজি পায় চিটাগং। চলতি বিপিএলে এটি প্রথম সেঞ্চুরি। জবাবে ব্যাট করতে নেমে চিটাগংয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৪ রানে থেমে যায় রাজশাহীর ইনিংস। ১০৫ রানের বিশাল জয় পায় বন্দরনগরীর দলটি। এর আগে প্রথম ম্যাচে খুলনার কাছে ৩৭ রানে হারে চিটাগং। এদিকে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে হার দিয়ে শুরু করে দুর্বার রাজশাহী। পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে আসরের প্রথম জয় পায় তারা। ওইদিন ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তাসকিন আহমেদ।
গতকাল দিনের আরেক খেলায় সন্ধ্যায় নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে খুলনা টাইগার্স। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ২০ রানের জয় পায় তারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে ৩৭ রানের জয় পায় খুলনা টাইগার্স। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান করে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন মাহিদুল ইসলাম। এ ছাড়া মোহাম্মদ নাইম ৩০, উইলিয়াম বোসিস্তো ২৬, জিয়াউর ২২ ও আবু হায়দার ২১ রান করেন। ঢাকার হয়ে ডি সিলভা ২২ রানে সর্বোচ্চ ২টি উইকেট নেন। জবাবে থিসারা পেরেরার সেঞ্চুরিতে (১০৩ রান) নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৫৩ রানে থেমে যায় ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে একাই লড়াই করেন তিনি। সেঞ্চুরি পেলেও দলকে হারতে হয় ২০ রানে। ৬২ বলের সেঞ্চুরির ইনিংসটি সাজান ৭টি ছক্কা ও ৯টি চার মেরে। তানজিদ হাসান ১৯ ও ডি সিলভা ১১ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের রান পাননি।
খুলনার হয়ে মিরাজ সর্বোচ্চ ৬ রানে ৩টি উইকেট নেন। আবু হায়দার ২টি ও জিয়াউর ১টি উইকেট পান।