দুই দিনের দুনিয়ায় সবই মিথ্যা। মোহে পড়ে ধন, সম্পদ, পরিবারের মিছে মায়ায় জগতের সবাই অর্থ বিত্ত ও শান্তি নামক মরীচিকার পেছনে ছুটে চলে। কিন্তু জীবনের মানে একেকজনের কাছে একেকরকম। একজীবনে সম্পদ, সুখ আর শান্তি হচ্ছে সোনার হরিণের মতোই-সংসার ও পারিবারিক টানাপোড়েনের এমন গল্প নিয়ে সোহেল আরমান নির্মাণ করলেন একক নাটক ‘মিছে মায়া’। পরিচালনার পাশাপাশি এটি রচনাও করেছেন তিনি। নাটকটি শুটিং শেষে বর্তমানে সম্পাদনার টেবিলে আছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অর্পা, শিবলী নোমান, লিমা প্রমুখ। ঈদের দিন রাত সাড়ে ৮টায় নাটকটি এনিগমা টিভিতে প্রচার হবে।