সামাজিকমাধ্যমে নানা কারণেই নারীরা সাইবার আক্রমণের শিকার হন। এবার নারী দিবসে সেই কথাই বললেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নারী দিবস উপলক্ষে নির্মিত একটি বিজ্ঞাপনের অংশবিশেষ শেয়ার করে নারী দিবসের শুভেচ্ছা জানান মিম। বিজ্ঞাপনটিতে মিম বলেন, সাইবার হয়রানি একটি অপরাধ। প্রতিদিন এর শিকার হচ্ছেন নারীরা। এবারের নারী দিবসের প্রতিজ্ঞা হোক- সাইবার হয়রানি বন্ধ করা। যাতে নারীরা এগিয়ে যেতে পারে নিজের গ্লো-তে। ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এ নায়িকা। মিম অভিনীত সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। এরপর তাঁর অভিনীত ‘দামাল,’ ‘অন্তর্জাল’ মুক্তি পায়। এখনো বেশ কয়েকটি নতুন সিনেমা নিয়ে কথা হচ্ছে বলেও জানান তিনি। শিগগিরই আসবে সেসব সিনেমার ঘোষণা।