বলিউডের সিঙ্গেল অভিনেত্রীদের মধ্যে পার্নোর নাম সবার আগেই রয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খোলাসা না করলেও সম্প্রতি একটি ছবিকে ঘিরে পার্নোর সম্পর্কে জড়ানো নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে। অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া পেজে এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন। যেখানে পোষ্য সারমেয়কে আদর থেকে শুরু করে রয়েছে খাওয়াদাওয়ার ছবি। আর এসব ছবির মধ্যেই একটি ছবিতে চোখ আটকে গেছে সবার। এক রেস্তোরাঁতে রহস্যময় পুরুষের বাহুলগ্না পার্নো। সেই পুরুষই সেলফিটা নিয়েছেন। সুদর্শ্বন সেই পুরুষের পরিচয় কী তা এখনো জানা যায়নি। তবে ছবি দেখে মনে হচ্ছে পার্নোর সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। তবে কি এবার প্রেমে পড়লেন জনপ্রিয় এই অভিনেত্রী?
এর আগেও পার্নো একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন আর তা নিয়ে চর্চা কম হয়নি। রাইমা সেনের মাধ্যমেই পার্নোর জীবনে একসময় প্রেম এসেছিল। খবরে বলা হয়, পার্নোর প্রেমিকের নাম ছিল রনি দেব। তিনি এক রাজনৈতিক পরিবারের সন্তান।