জনপ্রিয় অভিনেত্রী তটিনী ইদানীং দারুণ ব্যস্ত। অনেক ভালোবাসা দিবসের কাজ শেষ করেছেন। যেগুলো ঈদেও প্রচার হতে পারে। তিনি বলেন, ‘ঈদের নাটকের শুটিং এখনো করিনি। ভালোবাসা দিবসের অনেক নাটক ঈদে আসবে। ফলে নতুন নাটকের শুটিং খুব বেশি করা হবে কি না বুঝতে পারছি না। ২২ ফেব্রুয়ারি একটা নাটকের শিডিউল দিয়েছি। আর কোনোটার ব্যাপারে এখনই বলতে পারছি না।’ চলচ্চিত্রে অভিনয় করবেন কি না জবাবে জানান, ‘প্রস্তাব তো পাই। তবে আরও সময় নিতে চাই। আগে নিজেকে আরও তৈরি করে নিতে চাই।’