গ্র্যামির ৬৭তম আসরে হাসলেন পপ গায়িকা শাকিরাও। নিজের জন্মদিনেই গায়িকার মুকুটে যুক্ত হলো নতুন পালক। চতুর্থবারের মতো জিতলেন গ্র্যামি। এ সময় তাঁর হাতে পুরস্কার তুলে দেন জেনিফার লোপেজ। সেই সময় দর্শক আসনে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা।পুরস্কার হাতে নিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন গায়িকা। বক্তৃতার শুরুতে আমেরিকার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেন তিনি। এরপর তাঁর পাওয়া পুরস্কার ‘অভিবাসী ভাইবোন’দের উৎসর্গ করেন শাকিরা। এরপর বললেন, ‘আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তাঁরা ভালোবাসার যোগ্য। তাঁদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাঁদের লড়াইয়ের পাশে আছি।’ সেই সঙ্গে বিশ্বের প্রতিটি কর্মরত নারী পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা। পুরস্কার নেওয়ার পর স্টেজে পারফর্মও করেন লাস্যময়ী এ গায়িকা। যা দেখে স্বাভাবিকভাবেই বাকরুদ্ধ দর্শকরা।