নৃত্যশিল্পী, মডেল ও অভিনয়শিল্পী নাদিয়া আহমেদ। অভিনয়ে তার পথচলার ২৫ বছর পূর্ণ হলো। এ প্রসঙ্গে নাদিয়া বলেন, মানুষের ভালোবাসা ও সম্মান বড় অর্জন ২৫ বছরে। যেখানেই যাই মানুষের ভালোবাসা পাই। মানুষ সম্মান করেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে গেলেও মানুষ অসম্ভব ভালোবাসেন। বিদেশের মাটিতে গেলেও প্রবাসীদের সম্মান ও ভালোবাসা পাই। নাদিয়া আরও বলেন, আমি মনে করি অভিনয় জীবনের ২৫ বছরের পথচলায় মানুষের ভালোবাসা ও সম্মানটাই বেশি পাচ্ছি। এর চেয়ে বড় প্রাপ্তি কী আর হতে পারে? শিল্পী জীবনকে সমৃদ্ধ করেছে এই ভালোবাসা। তিনি আরও বলেন, আমার ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত সাংবাদিক ভাই-বোনদের প্রচণ্ড সহযোগিতা পেয়েছি। এটা কখনোই ভুলব না। সারা জীবন মনে থাকবে। ক্যারিয়ারের এতদূর আসার পেছনে মায়ের অবদান বেশি বলেও জানান তিনি।