অভিনেত্রী সারিকা সাবাহ। যিনি ‘ফ্যামিলি ক্রাইসিস’র ঝুমুর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এরপর করেছেন বেশ কিছু কাজ। যদিও এখন তাঁকে পর্দায় কম দেখা যায়। তাঁর সঙ্গে সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল
নতুন কাজে ব্যস্ততা কেমন?
এখন কাজ খুব কম করছি। আসলে একটু সময় নিচ্ছি, সময় দিচ্ছি নিজেকে। কাজ তো করেছি। আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত। এরই মাঝে বেছে বেছে কিছু কাজ করছি আর কি। আসলে নতুন কিছু কাজ হলে নতুন করে বলতে পছন্দ করি আমি।
ইদানীং আপনার মধ্যে একটা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে...
হ্যাঁ, আমি ওয়েট লুজ করেছি। তাই হয়তো কিছুটা চেঞ্জ দেখতে পাচ্ছেন।
নতুন কাজের জন্য ওয়েট লুজ নাকি?
না, কাজের জন্য নয়; নিজেকে সুস্থ রাখার জন্যই। আসলে ওয়েট বেড়ে যাওয়ার ব্যাপারটা আমাকে মেন্টালি অনেক কষ্ট দিত। সো, নিজেকে কনফিডেন্টভাবে উপস্থাপনের জন্যই এই ওয়েট লুজ। আর বরাবরই খাবার-দাবারে আমি আসলে কখনো ফোকাস ছিলাম না। যেটা ভালো লাগে খাই, ইচ্ছে না করলে খাই না। সো, আমি এই ব্যাপারে খুবই উল্টা-পাল্টা। মা আমাকে যতটুকু জোর করে খাওয়ায় ততটুকই।
পর্দার ঝুমুরের সঙ্গে বাস্তবের সারিকার মিল কতখানি?
আমার মনে হয় ইনোসেন্সে মিল আছে, আর কোনো কিছুতেই মিল নাই। এমনিতেই আমার চেহারাটা অনেক ইনোসেন্ট। মানুষও মনে করে। সবাই আমাকে প্রচুর আদরও করে। এই জন্য আমি একটু বাবলি বাবলি। কিন্তু আর কিছুতেই মিল নাই। ঝুমুর যেমন এইটা বলতে পারে না, ঐটা বলতে পারে না; কিন্তু আমি সবই বলে দেই। বাস্তবে আমি খুবই স্পষ্টবাদী। আমার যেটা ভালো লাগে না, সেটা বলে দেই আবার ভালো লাগলে এপ্রিসিয়েট করি সেটা।
সিনেমায় অভিনয়ের পরিকল্পনা কতদূরে?
সব আর্টিস্টের একটা গোল থাকে যে, আমি বড়পর্দায় কাজ করব। সিনেমা তো একটা আর্কাইভ যে আজীবন আমার মুভিটা থেকে যাবে। নাটক আজকে আছে ইউটিউব প্ল্যাটফরমে বা টিভিতে, মালিক যদি বলে আমি ডিলিট করে দেব, দিতেই পারেন। মুভি এমন একটা আর্কাইভ যেটা আমি আমার নাতি-নাতনির সঙ্গে বসেও দেখতে পারব। সো, সারা জীবন যেন আমি প্রাইড ফিল করতে পারি এমন কিছুই করতে চাই।
আপনি বন্ধুত্বকে কিভাবে দেখেন?
আমার সঙ্গে একবার যার ফ্রেন্ডশিপ হয় কখনো নষ্ট হয় না। কারণ আমি মানুষকে খুব সহজেই বিশ্বাস করতে পারি না। আর যদি বিশ্বাস করি, সেই বন্ধু শব্দটা খুবই ইমপোরটেন্ট আমার কাছে। আমি আমার বন্ধুদের জন্য জীবনও দিয়ে দিতে পারি। সো, আমি বন্ধু হিসেবে খুবই ভালো। নিজের ক্ষতি করে হলেও আমার বন্ধুদের আমি আগলে রাখব।
প্রেমের বাঁধনে আছেন নাকি সরাসরি বিয়ের প্ল্যান রয়েছে?
সব ভালোবাসা আমার ক্যারিয়ার ও পড়াশোনা নিয়ে। প্রেম-বিয়ে নিয়ে চিন্তাও করছি না। আর কাজকে ভালোবাসতাম, এখনো বাসি, ভবিষ্যতেও বাসব ইনশাআল্লাহ। আর বিয়ে তো আল্লাহর ইচ্ছা। আমি যখন জন্মেছি, এই জন্মটাও আমার ইচ্ছাতে হয় নাই; মৃত্যুটাও আমার ইচ্ছাতে হবে না। সো, বিয়েটাও আল্লাহর ইচ্ছাতেই হবে।