জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। দীর্ঘ ক্যারিয়ারে মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র, নাটক, ওটিটি আর চলচ্চিত্রে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি অংশ নিচ্ছেন শোবিজের বিভিন্ন আয়োজনেও। যুক্তরাষ্ট্র থেকে তাঁর সঙ্গে কথোপকথনে- পান্থ আফজাল
যুক্তরাষ্ট্রে কতদিন থাকবেন?
আরও বেশ কিছুদিন। তারপর ঢাকায় চলে আসব। মূলত ঢালিউড অ্যাওয়ার্ডসে অংশ নিতেই এবারের ভ্রমণ। চেনা-পরিচিত অনেকেই ছিলেন। ভালোই সময় কাটছে। অনেক স্থানে সবাই মিলে ঘুরছি, খাওয়া-দাওয়া, আড্ডাবাজি করছি। আর বাড়তি আনন্দ সেরা অভিনেত্রী হিসেবে ঢালিউড অ্যাওয়ার্ডসের পুরস্কার।
বিদেশ সফর মনে হয় বেশিই হচ্ছে, তাই না?
আসলে আমি যাকে বিয়ে করেছি তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। তার পরিবার সেখানে থাকে। আমার পরিবারও। তাই যাওয়া-আসাটা একটু বেশি হচ্ছে। এখন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যাওয়া-আসার মধ্যেই থাকব। কাজ থাকলে দেশে আসব, না থাকলে যুক্তরাষ্ট্রে। এভাবেই চলছে। তবে দেশেই বেশিরভাগ সময় থাকতে চাই।
একটি ভিডিওতে দেখলাম আপনার অনুরোধে জায়েদ খান বরফে ডিগবাজি দিচ্ছেন...
হাহাহা...হ্যাঁ। আমরাও (স্পর্শিয়া ও নীল) কিন্তু তাঁর সঙ্গে বরফের মধ্যে ডিগবাজি দিয়েছি। সেটা ইমন ধারণ করে ফেসবুকে ছেড়েছে। সময়টা দারুণ কাটছে বলা যায়।
মুশফিকের সঙ্গে ‘সুইট ফ্যামিলি’ কেমন গেল?
ভালোই তো। গল্পটি সুন্দর। কাজটি আমরা অনেক যত্ন করে করেছিলাম। দুই সপ্তাহে ১১ মিলিয়ন মানুষ দেখেছে। প্রশংসা করেছে দেখে।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এখানে নোঙর’ প্রদর্শিত হয়েছে...
এটি বাংলাদেশ প্যানারোমা ফুল লেন্থ বিভাগে দেখানো হয়। যদিও আমি থাকতে পারিনি। এটি নির্মাণ করেছেন মেহেদী রনি। আমার বিপরীতে ছিলেন আদর আজাদ। কাজটি একটু অন্যরকম।
নতুন কাজ কী করছেন?
কিছু বিজ্ঞাপন, নাটকে অভিনয় করেছি। সিনেমাও পাইপলাইনে আছে। বিস্তারিত এখনই বলব না। পরে সময় হলে বলব। তবে আগের চেয়ে এখন কাজ বেড়েছে। কাজের প্রতি আমি আরও বেশি মনোযোগী হয়েছি। গত বছরগুলোতে কম কাজ করেছি। এখন একটু বেশি করার চেষ্টা করছি।
জুটি নিয়ে আপনার অভিমত কী?
অনেকের মতো আমি ভাবি না। আমার ভাবনা কিছুটা ভিন্ন। গল্প, চরিত্র আর নির্মাতার প্রতি বিশ্বাস থাকলে তবেই কাজ করি। কার সঙ্গে কাজ করছি সেটি কখনোই মুখ্য নয়। গল্পের প্রয়োজনে যেকোনো মানুষের সঙ্গেই কাজ করতে প্রস্তুত। আমি ভিশন আর পরিকল্পনাকে গুরুত্ব দেই।
শোবিজ ইন্ডাস্ট্রি নিয়ে মন্তব্য কী?
আমি তো বলব ইন্ডাস্ট্রি এখনো ইন্ডাস্ট্রি হয়ে উঠতে পারেনি। একসময় মানসম্মত কাজ হলেও বর্তমানে অনেকটাই পিছিয়ে পড়েছে। সিনেমা বা ওটিটি, যেটাই হোক না কেন কাজটি ভালো হতে হবে। সেই চেষ্টা আমার পক্ষ থেকে সবসময় করে আসছি। সামনেও করব।
গত বছর ভালোবাসা দিবসে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছিলেন। কেমন চলছে সাংসারিক জীবন?
আলহামদুলিল্লাহ! এখন পর্যন্ত ভালো চলছে। সব সময় এমনই যেন থাকতে পারি। সর্বদা চেয়েছি এমন একজন থাকুক যে আমাকে যত্ন নেবে, বন্ধু হয়ে পাশে থাকবে। সেটা পেয়েছি। আই অ্যাম সো লাকি।