জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। সম্প্রতি তিনি মোশাররফ করিমের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন ‘অন্ধকারের গান’-এ। ভিকি জাহিদ পরিচালিত ওয়েব ফিল্মটিতে তিনি রুমালী চরিত্রে অভিনয় করেছেন। যে কিনা গ্রামের এক সহজ সরল গৃহবধূ। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘একটু অন্যরকম চরিত্র। যদিও আমি ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্র প্রোট্রেট করার সুযোগ পেয়েছি। সেদিক দিয়ে এটি ভিন্ন ধরনের বলা যায়। এদিকে বর্তমানে মম ঈদের নাটক এবং অন্যান্য প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। তার ‘মাস্টার’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এদিকে বিনোদন ইন্ডাস্ট্রি নিয়ে আশাবাদ ব্যক্ত করে মম বলেন, ‘আমাদের শিল্প একটি অস্থায়ী মন্দার সম্মুখীন হয়েছিল। তবে খুব দ্রুতই আবার ট্র্যাকে ফিরে এসেছে।
আমি নিশ্চিত যে, আমরা শিগগিরই দর্শকদের কাছে ভালো ভালো কাজ নিয়ে হাজির হব।’ প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের সময় সাহসী ভূমিকার জন্য প্রশংসিত হন এই অভিনেত্রী।