কোরিয়ান ড্রামা ‘ডেসেন্ড্যান্টস অব দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হলেন রাফিয়াত রশিদ মিথিলা। ড্রামার ড. ইউন মিউং জুর চরিত্রের বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি। বাংলা ডাবিংয়ের দায়িত্বে আছেন খালিদ হোসেন অভি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাফিয়াত রশিদ মিথিলা ‘ডটস’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি ‘ডেসেন্ড্যান্টস অব দ্য সান’-এর বহুল প্রত্যাশিত শক্তিশালী ড. ইউন মিউং জু চরিত্রে কণ্ঠ দেবেন। এ চরিত্রে অভিনয় করেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম জি ওয়ান।’ বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বসিত মিথিলা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘কাজটি করার ব্যাপারে আমি সম্মতি দিয়েছি। বর্তমানে বিদেশে আছি, দেশে ফিরেই কাজ শুরু করব।’ উল্লেখ্য, ‘ডেসেন্ড্যান্টস অব দ্য সান (ডটস)’ নাটকটি বিশ্বজুড়ে কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে।